Loading...
  1. বাণী গ্যালারি
  2. প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের বাণী


দেশের সর্বউত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ের সহদোরা ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের একটি ঔতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত হলেও এর কর্মকান্ড নগন্য নয় বরং শিক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে রয়েছে দৃপ্ত পদচারনা। বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বৈশ্বিক চ্যালেঞ্জ মোবাবেলায় তথ্যের অবাধ প্রবাহ অবারিত করার লক্ষে এই বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে।

এই ওয়েব সাইটের মাধ্যমে তথ্য প্রবাহ অধিকতর সহজ ও সুলভ করে বিদ্যালয় ও এর কার্যক্রমের তথ্যাবলী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও অন্যান্য কার্যালয় সহ সকলের নাগালে দ্রুত পৌছে দেওয়াই আমার মূল লক্ষ ও উদ্দেশ্য।

এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুন্দর শিক্ষার ব্যবস্থা ও সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। ওয়েবসাইটে বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং তৃণমূল পর্যায় সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি করবে। এলক্ষে ওয়েব সাইটটি যথাযথ ব্যবহারের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

সবশেষে এর সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মোঃ আখতার হোসেন

প্রধান শিক্ষক